মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান,মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাউছার আহমেদ পলাশের পক্ষ থেকে সকল ট্রাকচালক ভাইদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান,মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি হাজী আবুল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় হাজী আবু হোসেন বলেন, ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সব মানুষকে আবদ্ধ করে। পবিত্র এই উৎসবের মাহেন্দ্রক্ষণে বিশ্বনাথ-ওসমানীনগর ও নারায়ণগঞ্জবাসী সহ দেশ ও সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর ঈদুল ফিতর সুখের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতরের শিক্ষা থেকে মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সকল নেতৃবৃন্দদেরকে একযোগে কাজ করতে হবে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে এজন্য সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।
সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক এবং সকলের দোয়া কামনা করেন হাজী আবুল হোসেন।