শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:- ফতুল্লায় দেড় লক্ষাধিক টাকা মূল্যমানের হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ রনি(২২) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত রনি চাঁদপুর জেলার মতলব থানার বারীগাও গ্রামের মোঃ মনিরের পুত্র।বর্তমানে ফতুল্লা থানার চানমারী বস্তিতে স্ব- পরিবারে বসবাস করে।
শুক্রবার (১৮জুন) সকালে ফতুলা থানার
চাঁনমারী বস্তির মাইক্রোবাস স্ট্যান্ডের ঢালে বাচ্চু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এ সময় তার নিকট থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যমানের ১৪৫ পুড়িয়া(সাড়ে১৪ গ্রাম) হেরোইন উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ফতুলা থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকার চাঁনমারী বস্তির মাইক্রোবাস স্ট্যান্ডের ঢালে বাচ্চু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে মাদক বিক্রি কালে মাদক ব্যবসায়ী মোঃ রনি কে গ্রেফতার করে।এ সময় তার নিকট থেকে ১৪৫ পুড়িয়া(সাড়ে১৪ গ্রাম) হেরোইন উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে রনিকে মাদক বিক্রয় কালে হেরোইন সহ গ্রেফতার করা হয়।রনি দীর্ঘদিন ধরে চানমারী বস্তি এলাকাশ মাদক বিক্রি করে আসছিলো।তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।