শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

ফতুল্লায় চালককে হত্যা করে মিশুক ছিনতাই, যুবক গ্রেফতার

ফতুল্লায় চালক আনোয়ার হোসেনকে হত্যা করে মিশুক ছিনতাইয়ের ঘটনায় জড়িত নিশাত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নিশাত দেলাপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই ইমানুর জানান, ঘটনার পর পরই হত্যাকাণ্ড ও মিশুক ছিনতাইয়ের ঘটনায় নিশাতের নাম উঠে আসে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেলাপাড়ার আজিজ মিল সংলগ্ন খালি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

এসআই ইমানুর আরো জানান, হত্যাকাণ্ড ও ছিনতাইয়ে নিশাত ছাড়া আরো দুইজন জড়িত ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। ঘটনার পর তারা আনোয়ার হোসেনের লাশ পার্শ্ববর্তী পেয়ারা বাগান নামক স্থানে ফেলে মিশুক নিয়ে পালিয়ে যায়।

বুধবার (১৬ জুন) রাতে সাড়ে ১২টার দিকে ফতুল্লার রামারবাগ স্টেডিয়ামের সামনে থেকে দুই যাত্রী নন্দলালপুর যাওয়ার জন্য আনোয়ার হোসেনের মিশুক ভাড়া করে। রাত পৌনে ২টার দিকে ৯৯৯-এ কল পেয়ে নন্দলালপুর-শিয়াচর সড়কের পেয়ারা বাগান থেকে তার লাশ উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যরা খবর পেয়ে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন। ওই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন নিহত আনো হোসেনের স্ত্রী রেহেনা বেগম।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD