মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ ফতুল্লা পিলকুনি এলাকায় এক মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে ব্যবসায়ীকে মারধর করেছে চাঁদাবাজরা।
এ ঘটনায় মাছ ব্যবসায়ী আলম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পিলকুনি মোল্লা বাড়ি এলাকার ইয়াকুব মোল্লা, সিফাত, আমজাদ মেম্বার ও ইকবাল মোল্লাসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, মাছ ব্যবসায়ী আলমের পিলকুনি এলাকায় ১৪ বিঘা জমির উপর একটি মাছের ঘের রয়েছে সেখানে বিভিন্ন প্রকারের মাছ চাষ করে আসছে। নাইম নামে তার এক কেয়ারটেকার সেই মাছের ঘের দেখা শোনা করে।
বিবাদীরা বিভিন্ন সময় সেই মাছের ঘেরে গিয়ে চাঁদা দাবী করে আসছে। বুধবার( ২৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় মাছ ব্যবসায়ী আলম মাছের খামারে অবস্থান করার সময় বিবাদীরা এসে ৫০ হাজার টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে বিবাদীরা কেয়ারটেকার নাইমকে মারধর করে । এসময় ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন ঘটনাস্থল আসলে তারা মাছ ব্যবসায়ী আলম ও তার কেয়ার টেকার নাইমকে খুন,জখমসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে মাছ ব্যবসায়ী আলম জানান, ঘটনা পর পুলিশ এসে উপস্থিত হয় । এর আগেই তারা পালিয়ে যায়। কিন্তু বিভিন্ন গনমাধ্যমে আমাকে নিয়ে যে নিউজ হয়েছে তা সম্পূর্ন মিথ্যা অন্য একটি পক্ষ আমাকে ফাসানোর জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছে।আমি কোন অপরাধের সাথে জড়িত না । আমি একজন প্রতিষ্ঠিত মাছ ব্যবসায়ী।