শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

আড়াইহাজারে ডাকাত-পুলিশ গোলাগুলি, আহত ৫

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত-পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

(৩১ আগস্ট) সোমবার রাত ২টায় উপজেলার গোপালদী বাজারে এ ঘটনা ঘটে। এসময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন, এএসআই সোহরাব (৩৫), ডাকাতের দায়ের কোপে আহত দোকান কর্মচারী রাজু (২০), কুদ্দুস (১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্র (৫০)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত এএসআই সোহরাবকে ঢাকা মেডিকেল চিকিৎসা দিয়ে বাসায় নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে গোপালদী বাজারে তিনটি স্বর্ণের দোকানে কর্মচারীরা কাজ করছিলেন। এ সময় স্প্রিডবোট ও ট্রলার যোগে ২০-২৫ জনের ডাকাত দল ওই তিন দোকানে হামলা করে। খবর পেয়ে গোপালদী বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। এতে এএসআই সোহরাব আহত হয়। পরে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি করে। ৫- ৭ মিনিট ধরে গোলাগুলির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা দোকারন কর্মচারীতের কুপিয়ে যখম করে ১৪ ভরি স্বর্ণ ও এক লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে বাজারের চারদিক ঘিরে ফেলি। ফলে বড় ধরনের কোনো বিপদ হয়নি। গোলাগুলির সময় ১৭ রাউন্ড গুলি করতে হয়েছে। ডাকাতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD