মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
(২২ সেপ্টেম্বর) বুধবার বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় শ্রমিক নেতা শাহাদাত হোসেন সেন্টুকে সভাপতি ও ইয়াসিন আহ্মেদ রুবেলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল-আইসিবি এর সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন স্বপন।
কমিটির নেতৃবৃন্দরা হলো, সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ইয়াছিন আহমেদ রুবেল, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামাল সিদ্দিক, অর্থ সম্পাদক মোঃ রহিম, সাংগঠনিক সম্পাদক এইচ এম রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মহিদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক ফরিদা আক্তার, সদস্য কায়সারুন নবী রুবেল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি কামরুল আনাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, শ্রমিক নেতা বাবুল আক্তার, শ্রমিক নেতা অহিদুল ইসলাম, শ্রমিক নেতা রাশেদুল ইসলাম রাজু সহ বিভিন্ন ফেডারেশনের জেলা নেতৃবৃন্দ।