শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

অটো চালককে হত্যা করে কাদামাটিতে লাশ পুঁতে রাখে হত্যাকারীরা

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার ভুইঘর থেকে নিখোঁজের দুইদিন পর মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে অটো রিকশা চালক হাফিজের মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

নিহত হাফিজ জেলার আড়াইহাজার থানার মধ্যের চরের মাজহারুল ইসলামের ছেলে ও ফতুল্লা থানার ভুইঘরস্থ মিন্টু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

(১৪ নভেম্বর) রোববার ভোররাতে লাশ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিসান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জিসান ফতুল্লা থানার ভুইঘরের ফরহাদ মিয়ার ছেলে।

এর আগে নিহত হাফিজের বাবা মাজহারুল ইসলাম বাদী হয়ে শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ্য করেন, শুক্রবার (১২ নভেম্বর) সকালে হাফিজ ভুইঘরস্থ জামালের গ্যারেজ হইতে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। ওইদিন রাতে তাকে কল দেওয়া হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, নিহত হাফিজের বাবার সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ তদন্তে নামে। একপর্যায়ে পুলিশ জিসানকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর জিসান স্বীকার করে যে, অটোরিকশা ছিনিয়ে নেয়ার জন্য পরিকল্পিতভাবে হাফিজকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার জৈনসার গ্রামস্থ একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে চারজন মিলে গলায় সুতা পেঁচিয়ে হত্যার পর বিলের কাদামাটির ভেতরে পুঁতে রেখে কচুরি পানা দিয়ে ঢেকে দেয়। পরে অটোরিকশা নিয়ে সটকে পড়ে। গ্রেফতারদের দেখানো মতে রোববার ভোরে সিরাজদিখান থেকে লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD