রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার বিলাসনগর এলাকার কাসেম মিয়ার বাড়ি সংলগ্ন বুলবুলের ৬ তলা ভবনের ৫ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
(৪ ডিসেম্বর) শনিবার রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়িতে থাকা ৪ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলিন্ডার বিস্ফোরণের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন মিলন হোসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পাশের বাসার একই পরিবারের আরও তিনজন আগুনে পুড়ে দগ্ধ হন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে।
দগ্ধরা হলেন- মিলন হোসেন, ওসমান গণি, সাহেদ মিয়া ও চায়না বেগম। এদের মধ্যে মিলন হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
ফতুল্লা মডেল থানার ওসি রাকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।