শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

ফতুল্লায় দিপ্তী ডাইংয়ের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সংবাদ নারায়ণগঞ্জ:- অবশেষে পরিবেশ দূষনের দায়ে ফতুল্লার পোস্ট অফিস রোডস্থ বহুল বহুল বিতর্কিত রফিকুল ইসলাম টিপু ওরফে বরিশাইল্লা টিপুর মালিকানাধীন দিপ্তী ডাইংয়ের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে পরিবেশ অধিদফতরের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসির বিছিন্নকারী দল, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী দল এবং পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
দিপ্তী ডাইং দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পরে। এছাড়া ইটিপি প্লান ছাড়াই এই ডাইং তাদের কার্যকম করে আসছে। এর ফলে একদিক সরকার সঠিক ভাবে বিদ্যুৎ ও গ্যাসের বিল পাচ্ছে না। তেমনি ইটিপি প্লান না থাকায় পরিবেশ দুষিত করছে। আর এসব অভিযোগের ভিত্তিতেই পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর এই অভিযান চালিয়েছে বলে অভিযানে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দিপ্তী ডাইংয়ের মালিক টিপু নিয়ম নীতির তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে ডাইংয়ের কার্যক্রম করে যাচ্ছে। বহু বছরের পুরনো সরকারি রাস্তা দখলে নিয়ে ডাইংয়ের কাজে ব্যবহার করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD