মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (২৬ ফেব্রুয়ারি ২০২০) বুধবার সকালে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, নিজের পরিবার সম্পর্কে ভালোভাবে খোজ খবর রাখুন। তারা কার সাথে মিশে, কার সাথে ঘুরে সেদিকে নজর রাখতে হবে। আমরা সকলকে সাথে নিয়ে সুন্দর একটি দেশ গড়বো।
সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুম বিল্লাহ।
সেমিনারে কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহফুজা লিজা (বিপিএম) এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, গোগনগন ইউপি চেয়ারম্যান নওশাদ আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, আড়াইহাজারের দুপ্তারা ইউপি চেয়ারম্যান শাহিদা মোশারফ, ফতেহপুর ইউপি চেয়ারম্যান তালেব মোল্লাসহ জেলার সকল ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানবৃন্দ।