মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

রুপগঞ্জে গৃহবধূকে নদীতে ফেলে হত্যার চেষ্টা

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে যৌতুক না পেয়ে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে দুইজন গ্রেফতার করেছে পুলিশ।

(১৬ অক্টোবর) রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত স্বামী জুলহাস ও শাশুড়ি সাহেরা বেগমকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী গৃহবধূ কাজল রেখা উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া গ্রামের আম্বর আলীর বাকপ্রতিবন্ধি মেয়ে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, ছয় বছর আগে কেন্দুয়াপাড়া গ্রামের আম্বর আলীর বাকপ্রতিবন্ধি মেয়ে কাজল রেখার সঙ্গে পার্শ্ববর্তী পিতলগঞ্জ গ্রামের মিম্বর আলীর ছেলে জুলহাসের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় জুলহাসকে নগদ এক লাখ টাকা, স্বর্ণালংকার ও ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র দেয় কাজল রেখার পরিবার। কিন্তু বেশ কিছুদিন ধরে ভুক্তভোগীর স্বামী ও শাশুড়ি মিলে আরও একলাখ টাকার জন্য চাপ দিচ্ছিল। কয়েকদিন ধরে টাকার জন্য কাজল রেখাকে নির্যাতন শুরু করে স্বামী জুলহাস ও তার পরিবার। এ ঘটনায় এলাকায় কয়েক দফা সালিশও হয়। বর্তমানে তাদের জান্নাত নামে চার বছরের একটি মেয়ে আছে।

রোববার ভোরে এলাকাবাসী বাড়ির পাশে শীতলক্ষ্যা নদী থেকে হাত-পা বাঁধা মুমূর্ষু অবস্থায় কাজল রেখাকে উদ্ধার করে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গৃহবধূর মা আকলিমা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন, হত্যাচেষ্টার অভিযোগে গৃহবধূর মা আকলিমা বেগম চারজনকে আসামি করে মামলা করেছেন। তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্ঠা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD