মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়আ দুই ক্লিনিকে অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
(৭ ডিসেম্বর) বুধবার দুপুরে আমলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুঙ্জ্জামান।
মো. সেলিমুজ্জামান জানান, শহরের চাষাঢ়ার আমলাপাড়ায় মিতু ক্লিনিকের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় পৃথক ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে নবজাতক হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।