মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ-নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর মাদক, সন্ত্রাস, ভূমিধসুদের বিরুদ্ধে প্রতিবাদ করায় কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরুকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে কুতুবপুর ইউনিয়নের পাগলা বৌ বাজার এলাকায়। এ ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এই ঘটনায় কুতুবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরু বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অগত নামা সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে হাজী মীর হোসেন মিরু উল্লেখ করেন, ২০০৯ সালে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এতে আমি পঙ্গুত্ব বরণ করি। বর্তমানে আমি বসে হুইলচেয়ারে চলাফেরা করি। কিছুদিন যাবৎ আমি কুতুবপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিধসুদের বিরুদ্ধে কথা বলতেই প্রভাবশালী নেতারা আমাকে হত্যার উদ্দেশ্যে পুনরায় চেষ্টা চালায়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি তাদের হাত থেকে বেঁচে যাই।
মিরু অভিযোগে আরো উল্লেখ করেন, এরই ধারাবাহিকতায় (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক আটটার সময় আমি বাড়িতে অবস্থান করার সময় চার পাঁচ জন অস্ত্রধারী গায়ের চাদর দিয়ে আমার বাড়ির সামনে কয়েকবার মহড়া দেয়। আমি বাড়িতে আছি কিনা তা জানার চেষ্টা করে। বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক সিসি ক্যামেরায় তাদেরকে দেখার চেষ্টা করি কিন্তু সংযোগ না টাকায় তাদেরকে আমি দেখতে পারিনি। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মীর হোসেন মিরুর আশঙ্কা প্রভাবশালী নেতারা তাদের সন্ত্রাসী কার্যকলাপে বাধা দেওয়ায় আমাকে হত্যা করার জন্য সন্ত্রাসী পাঠিয়েছে। পরে এ বিষয়ে আমি ফতলা মডেল থানায় অজ্ঞাতনামা সন্ত্রাসীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।