মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার লঞ্চঘাট এলাকা থেকে ছয় কেজি গাঁজা সহ মোঃ আবু তাহের(২৫) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
(২২ জানুয়ারি) রোববার রাতে ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আবু তাহের সিদ্ধিরগঞ্জ থানার আল আমিন নগর, রহিম মাস্টারের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল কাদেরের পুত্র।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করছেো বলে জানিয়েছে পুলিশ
পুলিশ জানায় গোপন সংবাদের রোববার রাত আটটার দিকে থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর নেতৃত্বে উপ- পরিদর্শক সজিব,সহকারী উপ-পরিদর্শক ওবায়েদুর, শেখ রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার লঞ্চঘাট সংলগ্ন আদিবা হোটেলের সামনে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা সহ আবু তাহের কে গ্রেফতার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানায়, ফতুল্লা লঞ্চঘাট কে মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে মাদক কারবারিরা। দীর্ঘদিন ধরে নৌপথে দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছে। যারা এই মাদকের সাথে জড়িত থাকবে তাদেরকে আনা হবে।