শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

এই প্রজন্মের শিশু-কিশোরদের খেলাধুলার জন্যই আলীগঞ্জ মাঠ আন্দোলন করে রক্ষা করা হয়েছে, পলাশ

সংবাদ নারায়ণগঞ্জ:- খেলাধুলায় শিশু কিশোরদের বিকাশ ঘটায় এমন মন্তব্য করে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেছেন, বাচ্চাদেরকে শুধু লেখাপড়ার জন্য চাপ প্রয়োগ করলে চলবে না। তাদেরকে ঘরের মধ্যে আটকে না রেখে খেলাধুলার প্রতি উৎসাহ দেওয়ার আহবান জানান। কারণ খেলাধুলার মাধ্যমে শিশু কিশোরদের বিকাশ ঘটে।

 

প্যান প্যাসিফিক কিন্টারগার্টেনের ২৫ তম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

পলাশ বলেন, এই প্রজন্মের শিশু-কিশোরদের খেলাধুলার জন্য কঠোর আন্দোলনের মাধ্যমে আলীগঞ্জ মাঠ রক্ষা করেছি। এই আন্দোলনে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, মাদ্রাসার ছাত্র‌ এবং এলাকাবাসীকে সাথে নিয়ে কোন কিছুকে পরো না করে সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠ রক্ষার আন্দোলনে দাঁড়িয়ে ছিল। আজ আমাদের এই আন্দোলন সফল হয়েছে। আমরা মাঠটি কে রক্ষা করতে পেরেছি। তাই পরম করুনাময় আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি।

 

প্যান প্যাসিফিক কিন্টারগার্টেনের প্রধান শিক্ষক বাবুল আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন ৬ ৭ ৮ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার আর্যদা বেগম খুকি, আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক নুর ইসলাম মেম্বার, কোষাধাক্ষ আরিফুর রহমানসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD