শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

ফতুল্লায় ২ শ্রমিকের তর্ক, অতঃপর সড়ক অবরোধ গার্মেন্টস ভাঙচুর

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুই শ্রমিকের তর্কের জেরে সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

(১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লার ভোলাইল এলাকার এনআর গার্মেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে তর্কে জড়ানো দুই শ্রমিককে আটক করা হয়।

শ্রমিকরা জানান, বিকেলে এনআর গার্মেন্টসের সুইং বিভাগের দুই শ্রমিক দুষ্টুমি করতে গিয়ে ধর্মীয় বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। তাদের বাগবিতণ্ডার কথা জানতে পেরে আশপাশের শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে শ্রমিকসহ কয়েক শতাধিক লোকজন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা গার্মেন্টসে ইট পাটকেল ছুড়েন। সড়কে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে রাত ৯টায় অতিরিক্ত পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, পরিস্থিতি শান্ত আছে। তর্কে জড়ানো দুই শ্রমিককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD