মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন,আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে। এ বায়তুল আমানে বাংলাদেশের সংবিধানের খসড়া লেখা হয়েছে। অনেকে স্বাধীনতার ঘোষক হতে চান। ওরা চায় নারায়ণগঞ্জ থেকে একটা ম্যাসেজ থ্রো করতে। যারা জঙ্গিবাদ মৌলবাদ করতে চায় তাদের রুখে দিতে ছাত্রলীগ যে প্রোগ্রাম হাতে নিয়েছে আমি তাদের চিন্তাধারায় মুগ্ধ।
(১৫ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে শহরের চাষাঢ়া রাইফেলস ক্লাবে ছাত্রলীগের এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রলীগ আমাদের সন্তান সংগঠন। তাদের উৎসাহিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এ ছাত্রলীগ বার বার রক্ত দিয়েছে। এরাই হাতে অস্ত্র নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়েছে। আমরাও রাজপথ রক্তে রঞ্জিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। ছাত্রলীগ নেতাদের বলব যাদের সামনে আনবেন সিএস, আরএস ও পর্চা দেখে আনবেন। আমরা দেওয়ার মত লোক চাই। খাই খাই লোক চাই না।
শামীম খান বলেন, ২০০৮ সালে বিএনপি ২৯ আসন পেয়েছিল। সুষ্ঠু নির্বাচন হলে এবার ২৫ আসনও পাবে না। তারা নিজের দলের নেতাদের হত্যা করে ইস্যু তৈরির চেষ্টা করবে। কিন্তু কিছুই করতে পারবে না।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে পিপিলিকার পাখা গজিয়েছে। আপনারা বোমা ব্লাস্ট করিয়েছিলেন। একবার যদি বুঝতে পারি এমন কোনো কিছু আবার করতে যাচ্ছেন তাহলে ভাল হবে না। নারায়ণগঞ্জে এমন কোনো চেষ্টা করবেন না।
এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।