রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদ আনিসুর রহমান মাস্টার।
তিনি এক বার্তায় জানান, আমাদের প্রাণপ্রিয় শ্রমিক দরদী জননেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই আমরা শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশকে ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সকল নৌযান শ্রমিকদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আনিস মাস্টার আরো বলেন, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমাদের জনদ্রাতি শ্রমিক নেতা আন্তর্জাতিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাচনে বিজয়ী হয়েছেন। তার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন কোন ষড়যন্ত্রকারী তার কোন কিছুই করতে পারবে না। কারণ তিনি শ্রমিকের অধিকার আদায়ের কাজ করেন। আমরা নৌযান শ্রমিকরা সবসময় তার পাশে থেকে তার হাতকে আরো শক্তিশালী করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।