মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের স্ত্রী সাদিয়া আক্তার নিঝুর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ রোববার দুপুরে শহরের চাষাড়া রেললাইন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, সাততলা ভবনের ছাদে হাঁটতে গিয়ে সেখান থেকে মাথা ঘুরে পড়ে গিয়ে অথবা কোনোভাবে কিছু একটা হয়ে তিনি মারা গেছেন।
নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক নুরুজ্জামান জানান, ময়নাতদন্তের পর বোঝা যাবে ঠিক কি কারণে তিনি মারা গেছেন।
শাহজালাল বাদলের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন নিঝু। বাদল নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনের ভাতিজা।
কাউন্সিলর শাহজালাল বাদল জানান, আমি অফিসে কাজ করছিলাম। তখনই আমার শাশুড়ির ফোন আসে। উনি বললেন, তুমি তাড়াতাড়ি আসো, নিঝু ছাদ থেকে পড়ে গেছে। ওর সঙ্গে কোনো পারিবারিক কলহ ছিল না। এই চার থেকে পাঁচদিন আগেও সে আমার সঙ্গেই ছিল। আমার ছেলে এখানে ক্যামব্রিয়ান স্কুলে পড়ে। তাই সে এখানেই বেশি থাকে।