শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

সুপার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, এক লাখ টাকা জরিমানসহ ভুয়া ডাক্তার গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারের এক ভুয়া চিকিৎসককে আটক করে এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

(২১ যে) রোববার দুপুরে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম শহরের ৪ নম্বর ডিআইটি সুপার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন।

এ সময় চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত চিকিৎসককে এক বছরের সাজা ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, সুপার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাচাই ছাড়াই আলট্রাসনোগ্রাম বিভাগে নিয়োগ দেয় ভুয়া চিকিৎসককে।

সেই থেকে তিনি চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। জিজ্ঞাসাবাদে আটক মিজানুর রহমান নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসক নিয়োগের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD