মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, মানুষ পুড়িয়ে মারা গণতন্ত্র না। গণতন্ত্রের জন্য নিজেকে সংগ্রাম করতে হয়। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, সেইটা চাই। এখন লাথি মারার সময় এসেছে। লাথি মেরে দরজা খুলতে হবে। এই দরজা, উন্নয়নের দরজা; কেউ খুলে দেয় না। আমরা একদিন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হবো।
(২০ সেপ্টেম্বর) বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সাইম ওসমান বলেন, আমি সংসদে বিড়ালের মতো কথা বলি না। আমি কথা বললে গর্জন করেই কথা বলতে চেষ্টা করি। আমি কথা বললে সবাই আমার কথা শোনে।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে শুধু হত্যা করা হয়নি, আমাদের শৈশব-কৈশোরকে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের না, আগামী প্রজন্মের স্বপ্ন তিনি। আমি খারাপ হলে আমাকে ছুড়ে ফেলে দেন কিন্তু ওনার ক্ষেত্রে কোনো ভুল করলে আগামীতে কেউ বলবে, আমার স্বপ্নকে মেরে ফেলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জ কমান্ডার রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।