মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি বৈরাগীবাড়ি ছয়টি শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে অাজম মিয়া (পিপিএম)।
শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে পাগলা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
বিভিন্ন পূজা মন্ডপ পরিবেশন শেষে ফতুলিয়া মন্ডল থানার ওসি নূরে আজম মিয়া বলেন,, ফতুল্লায় সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের কে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার অনুরোধ করা হয়েছে। এছাড়াও প্রশাসন মাঠে থাকবে।
তিনি আরো বলেন, প্রত্যেক পূজামণ্ডপই কড়া নজরদারির মধ্যে থাকবে।আনসার বাহিনী থাকবে ও চেকপোস্টসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। আশা করছি ফতুল্লার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবার দূর্গা পূজা সুষ্ঠ সুন্দর ভাবে সম্পন্ন হবে।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত তসলিম উদ্দিন, ইন্সপেক্টর অপারেশন কাজী মাসুদ রানা, সেকেন্ড অফিসার হারিস সিকদার, ফতুল্লা থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিবু দাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু, রাজীব তালুকদার প্রমুখ।