শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

(২৬ নভেম্বর) রোববার বিকেলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে।

নারায়ণগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান।

এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

জানা গেছে, নারায়ণগঞ্জে ৫টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ৩১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী সংখ্যা ছিলো নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ)। আসনটিতে নৌকার মাঝি হতে আগ্রহ প্রকাশ করেছিলেন ১৪ জন। আর সবচেয়ে কম প্রার্থী হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD