রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের ফতুল্লায় (২০) এক কিশোরীর সাথে অসামাজিক কার্যকলাপের সময় হাতে নাতে আটক হয়েছে মাও.মাহুফুজুল হক মুজাহিদী নামের এক ব্যাক্তি।
২৮ (নভেম্বর) মঙ্গলবার দুপুর ২ টায় ফতুল্লার তক্কারমাঠ শিয়ারচর এলাকায় মাওলানার নিজ বাসায় প্রথম পক্ষের স্ত্রীর সহাযোগিতায় এলাকাবাসীর কাছে আটক হন তিনি। অবশ্য মাওলানা দাবি করেছেন, ঐ কিশোরী তার বৈধ স্ত্রী। গত (১৮ অক্টোবর) ইসালামিক শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয়।
অভিযুক্ত ব্যাক্তি ফতুল্লা তক্কারমাঠ শিয়ারচর হাফিজিয়া মোজাদ্দেদিয়া খানকা শরীফের মাওলানা হিসেবে কর্মরত আছেন।
এদিকে, এঘটনাকে ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে একটি প্রভাবশালী চক্র। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া বিভিন্ন গণমাধ্যমের ব্যাক্তিদেরকেও ম্যানেজ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ (নভেম্বর) মঙ্গলবার দুপুরে মাওলানা মাহফুজুল হক মোজাদ্দেদীর নিজ বাসা থেকে হৈ চৈয়ের আওয়াজ শুনতে পেরে এলাকার লোকজন ছুটে যান। এসময় মাওলানার প্রথম পক্ষের স্ত্রীসহ এলাকাবাসী অসামাজিক কার্যকলাপের সময় (২০) বছরের এক কিশোরীর সাথে হাতে নাতে আটক করেন। এসময় মাওলানা এলাকাবাসীর কাছে দাবি করেন, তিনি কোন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত নন। প্রথম পক্ষের স্ত্রী না জেনেই তাকে ভুল বুজছেন।
অপরদিকে প্রথম পক্ষের স্ত্রী দাবি করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর সাথে তার স্বামী অবৈধভাবে সম্পর্ক স্থাপন করে আসছেন। নারী ঘটিত বিষয়ে একাধিকবার প্রতিবাদ করা হলেও তার স্বামী মাওলানা মাহফুজুল হক মোজাদ্দেদীয়া তাকে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। আজকে অসামাজিক কার্যকলাপের সময় হাতে নাতে তাকে আটক করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এমনকি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার শাস্তি দাবি করেন প্রথম পক্ষের স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা।
এব্যাপারে ফতুল্লা তক্কারমাঠ শিয়ারচর হাফিজিয়া মোজাদ্দেদিয়া খানকা শরীফের সভাপতি কন্ট্রাকটার মাঈনুদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমরা বৈঠকে বসছি। মূল ঘটনা এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার পর আমরা সিদ্ধান্ত নিব।
এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার শেখ মোহাম্মদ ইমান আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি দূরে থাকায় আসতে পারিনি। তবে আমি শুনেছি মাওলানা মাহফুজুল হকের স্ত্রী মাহফুজুল হককে হাতেনাতে অন্য একটি মেয়ের সাথে একসাথে থাকা অবস্থায় ধরে ফেলে। তাদের চিৎকার চেঁচামিতে আশেপাশের লোকজন এসে জমা হয়। এ সময় মাহফুজুল হক জানান সেই মেয়েটিকে কিছুদিন আগে গোপনে বিয়ে করেছেন। মেম্বার আরো জানান খানকা শরীফের সভাপতি মাইনুদ্দিন এমন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে খানকা শরীফ ইমামতি থেকে বরখাস্ত করেন।
এ বিষয়ে মাওলানা মাহফুজুল হকের কাছে জানতে চাইলে কোন বক্তব্য দেননি