শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (১৯ অক্টোবর) সোমবার বিকেলে ফতুল্লা আঞ্চলিক শ্রমিকলীগেরর উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলটি চাষাড়া শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ২নং রেলগেইট আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অবস্থান করে পথ সভা করে। মিছিলটি পুনরায় শুরু হয়ে চাষাড়া শহীদ মিনার এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, দক্ষিন বঙ্গের লাইন সম্পাদক আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক রাজু, নারায়ণগঞ্জ জেলা শশ্রমিক লীগের সহ সভাপতি এডঃ হুমায়ন, ফতুল্লা থানা লোড-আনলোডের সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারন সম্পাদক জজ মিয়া। সহ সাংগঠনিক সম্পাদক ওবায়েদুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়ন এর সাধারন সম্পাদক আজিজুল হক প্রমুখ।