মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সমাবেশে মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান জাকির খানের মুক্তির দাবিতে ছাত্রদল নেতা পলাশের বিক্ষোভ মিছিল ফতুল্লায় শ্রমিকলীগ নেতার বাড়ির ডাকাতি : ১ মাসেও উদ্ধার হয়নি মালামাল ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার

নারায়ণগঞ্জে শেখ হাসিনা, কাদের, শামীম ওসমান, পলাশের নামে হত্যা মামলা

পোশাকশ্রমিক বদিউজ্জামান হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও শামীম ওসমান ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকসহ ৩৬ জনের নামে মামলা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে নিহতের স্ত্রী মোসাম্মৎ আদুরি খাতুন বাদী হয়ে নারায়ণগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।

মামলার অপর আসামিরা হলেন- শামীম ওসমানের ভাতিজা আজমিরী ওসমান, তার ছেলে অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন ও গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী প্রমুখ।

অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিরা শহরের চাষাঢ়ায় ছাত্রজনতার ওপর ককটেল বিস্ফোরণ করে ভীতির সৃষ্টি করে। তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে মারধর শুরু করেন। এসময় তাদের আক্রমণে বদিউজ্জামান গুরুতর আহত হন। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পোশাকশ্রমিক বদিউজ্জামান হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD