মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের মহাসমাবেশর জন্য মাঠ পরিদর্শন করলেন কেন্দ্রীয় কমিটির শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।
বুধবার (২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কমিটির শ্রমিক দলের নেতারা সুন্দর পরিবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটনোর জন্য ফতুল্লা থানা এলাকার বিভিন্ন মাঠ পরিদর্শন করেছেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারের নেতৃত্বে ভুইঘর করইতলা মাঠ, ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন মাঠ, সিয়াচর তক্কার মাঠ ও ফতুল্লা ডিআইটি মাঠ পরিদর্শন করেন কেন্দ্রীয় কমিটির শ্রমিক দলের নেতারা।
বিভিন্ন মাঠ পরিদর্শন শেষে আনোয়ার হোসেন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় আমরা কোনরকম সভা সমাবেশ করতে পারিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর স্বৈরাচারী সরকারের পতন হওয়ার এখন উন্মুক্তভাবে সভা সমাবেশ করতে পারছি। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের আয়োজনে মহাসমাবেশ করা হচ্ছে। শ্রমিক দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মহাসমাবেশে যোগ দিবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাই আমরা শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা এসেছি মাঠ পরিদর্শনের জন্য। নারায়ণগঞ্জের মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সহ-সভাপতি কোবির হোসেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন দিপু, সাবেক প্রচার সম্পাদক শাকিল কাজী, সদস্য এআর জামাল, আলামিন। এছাড়াও ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের শাহীন, মনির ও সুমন।