মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:-ফতুল্লায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের মারধর করে হাত-মুখ বেধে ঘরে থাকা ১৫ শত ডলার, নগদ ৫ লাখ টাকা ও ১২০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় ডাকাতরা এক রাউন্ড গুলিও করে।
তবে এ সময় বাসায় উপস্থিত ছিলেন না জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।
ডাকাতির খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস. এম জহিরুল ইসলাম ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন। তবে এখনো জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশের পরিবারের সদস্যরা জনান, বাড়ির দ্বিতীয় তলার উত্তর দিকের গ্রীল কেটে মুখোশ পরিহিত অস্ত্রধারী ছয় ডাকাত ভিতরে প্রবেশ করে পলাশের স্ত্রী, মা, বোনসহ পরিবারের অপর সদস্যদের মারধর করে হাত-মুখ বেধে একটি কক্ষে আটকে রেখে।
পরে ডাকাতরা প্রায় দুই ঘন্টাব্যাপী সেখানে অবস্থান করে প্রতিটি রুমে তল্লাশি করে আলমারি, ওয়ারড্রপ ভেঙে বাসায় থাকা ১৫ শত ডলার, ১২০ ভরি ওজনের স্বর্নালংকার সহ নগদ ৭ লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা এক রাউন্ড গুলিও করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস. এম জহিরুল ইসলাম জানান, ডাকাতির ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ডাকাতির সাথে জড়িতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।