মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনার মামলায় ইউপি সদস্যসহ ছাত্রলীগ সভাপতি কে গ্রেফতার করেছে র্যাব- ১১’র সদস্যরা।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে ফতুল্লা থানা সীমান্তের ভূইগড় এলাকা থেকে গ্রেফতার করে র্যাব- ১১।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিন হোসেন সাগর এবং কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহআলম মাস্টার।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আমিন হোসেন সাগরের বিরুদ্ধে চারটি এবং শাহআলম মাস্টারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে ফতুল্লা থানায়। তাদের কে র্যাব- ১১’র সদস্যরা গ্রেফতারের পর থানায় সোপর্দ করে।