মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আদালত থেকে জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে বাদী দিলারা আক্তার ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসী ফজলুল হক। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে দিলারা আক্তারের বাবা দুলাল হোসেন মীর বাদী হয়ে (১১ নভেম্বর) সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী (নং -৭৬২)করেন।
বাদী বাবা দুলাল হোসেন মীর জানান, ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার মোঃ ফজলুল হকের সাথে আমার মেয়ে দিলারা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ই আমার মেয়ে দিলারা আক্তারকে অত্যাচার সহ মারধর করতো। এই কারণে গত পাঁচ বছর পূর্বে আমার মেয়ে দিলারা আক্তার তাকে ডিভোর্স দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী ফজলুল হক আমাকে ও আমার মেয়েকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে।
এক পর্যায়ে আমার মেয়ে বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে ফজলুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে। জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যমে আমার মেয়েকে ও আমাদের পরিবারের সকলকে প্রাণনাশের হুমকি-ধমকি প্রদান করছে। যা এখনো চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত (৮ নভেম্বর) শুক্রবার সন্ধ্যা অনুমান ৬টার দিকে পাগলা কাজী মার্কেট সংলগ্ন রাস্তায় একা পেয়ে সন্ত্রাসী ফজলুল ও তার সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে অকথ্য ভাষায় গালাগালি সহ মারধর শুরু করে। এবং আমার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
একপর্যায়ে ফজলুল হকের ইন্দনে ও পরামর্শে অজ্ঞাতনামা ৫/৬ জন আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, তুই যদি আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা স্বেচ্ছায় ২ দিনের মধ্যে তুলে না নিস তা হলে যেকোন সময় তোকে জীবনে শেষ করিয়া ফেলবো নতুবা যেকোন মিথ্যা মামলায় ফাসাইয়া দিবো মর্মে হুমকি প্রদান করে।
আরো জানা যায়, সন্ত্রাসী ফজলুল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গত ৬/৯/ ২০১৯ সালে আরাই লক্ষ টাকা চাঁদা দাবির মামলা দায়ের করেন ব্যবসায়ী আক্তার হোসেন। বর্তমানে সে মামলাটি ও চলমান রয়েছে।
এ বিষয়ে সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এস আই সিরাজ জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনা প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।