সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে তক্কার মাঠে এসে জড় হয়। পরে মিছিলটি নিয়ে জাকির খানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে স্লোগানে আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এ সময়ে মিছিলটির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক পলাশ মিঞা ও মেহেদী মেলন।
মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক পলাশ মিয়া বলেন,ষড়যন্ত্র করে জাকির খানকে এই মামলায় আসামি করা হয়েছে। আর যিনি মামলাটি পরিচালনা করছেন তিনি বিএনপির কিছু না। আর যিনি মারা গেছেন তিনি জাতীয় পার্টির নারায়ণগঞ্জ সদর থানার সহ সভাপতি ছিলেন। শামীম ওসমান ও সেলিম ওসমানদের সাথে তাদের ওঠাবসা ছিল। ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জাকির খানের মুক্তি চেয়ে প্রতিবাদ জানান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কেউ তার মুক্তির দাবিতে প্রতিবাদ জানান না।
মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা রনি, মাসুম, সুজন, নয়ন, শরীফ, আশিক, পারভেজ, রনি, নিয়াজ