শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

ফতুল্লায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর, হামলা-লুটপাট, অভিযোগ ছাত্রদল নেতা রানার বিরুদ্ধে

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা চেয়ে না পেয়ে ব্যবসায়ীকে মারদর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ টার সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনী জামাই দোকান সংলগ্ন প্রিয়াঙ্কা ফ্যাশন লিমিটেডের ভিতরে এ ঘটনা ঘটে।

এ সময় তাঁর পিয়াংকা ফ্যাশন লিমিটেডের মালিক অলি উল্লাহ , ম্যানেজার আরাফাত, আমজাদ মেম্বার, মামুন, ইমনকে মারধর করা হয়েছে।

এ ঘটনায় অলি উল্লাহ বাদী হয়ে রানা, রাতুল ও ফয়সালের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন

অলি উল্লাহ অভিযোগ, চাঁদা না পেয়ে ছাত্রদল নেতা পরিচেদনকারী ইসাকের ছেলে রানা ও তাঁর অনুসারীরা মারধর ভাঙচুর ও লুটপাট করেছে।

অলি উল্লাহ পিলকুনী এলাকার বাসিন্দা। তিনি প্রিয়াংকা ফ্যাশন নামের হুঁশিয়ারি পরিচালনা করেন।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, প্রিয়াঙ্কা ফ্যাশন এর মালিক অলি উল্লাহ, ম্যানেজার আরাফাত , আমজাদ মেম্বার, মামুন, ইমন।

অলি উল্লাহ বলেন, তিনি প্রায় ৪ বছর ধরে ফতুলার পিলকুনীতে হুঁশিয়ারির ব্যবসা করছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ছাত্রদল নেতা পরিচয়দানকারী রানা ও তার সহযোগীরা তাঁকে হুমকি দিয়ে চাঁদা দাবি করেন। এরই মধ্যে প্রায় এক মাস যাবৎ রানা ও তাঁর অনুসারী তার কাছে প্রতিনিয়ত চাঁদা দাবি করেন।
মোতালেব মিয়া আরও বলেন, ওই সময় রানা আমার হুঁশিয়ারির ভিতর প্রবেশ করে চাঁদা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে রানার নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। এ সময় মার দূরসহ ভাঙচুর করে। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা এলাকা ছেড়ে চলে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সংবাদ নারায়ণগঞ্জেকে বলেন, ‘আগে ছাত্রলীগের লোকজন যেভাবে আসত, তেমনি করেই ওরা এল। তারা বিএনপি নেতা পান্না মোল্লার লোকজন বলে দাবি করে। হাতে লাঠিসোঁটা ছিল। ওরা ভাঙচুর করে হুঁশিয়ারির লোকজনকে মারধর করে। মোবাইলে ভিডিও করছিল। তাকেও মারল। তাদের ওপরে হাত তোলাটা ঠিক হয় নাই।

এ বিষয়ে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD