রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেইসবুকের মাধ্যমে পরিচয় হওয়া তরুণীকে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ সিয়ামের বিরুদ্ধে।  নারায়ণগঞ্জ সদর উপজেলার নন্দালালপুর এলাকায়।

এ ঘটনায় (২৯ জানুয়ারি) বুধবার ভুক্তভোগী নারী মোসাম্মৎ আয়াত বাদী হয়ে ফতুলা মডেল থানায় একটি লিখিত অভিযোগহ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ নন্দলালপুর কবরস্থান রোড এলাকার মোঃ সোহেল ছেলে সিয়াম (২৪), কাউসার, সোহেল ও লিপি।

অভিযোগ থেকে জানা যায়, সিয়ামের সঙ্গে ৭ মাস পূর্বে ফেইসবুকে মোসাম্মৎ আয়াত এর পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভনও দেখায় সিয়াম। গত দুই মাস পূর্বে সিয়াম আমাকে তার বন্ধুর বাসা আলীগঞ্জে নিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়। পরে ওইদিন সিয়াম হায়াতের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর বিয়ের কথা বললে তালবাহানা করে সে। এক পর্যায়ে ভুক্তভোগী তরুণী আয়াত  সিয়ামের বাড়িতে গেলে সিয়ামের বাবা, মা ও ভাই  তাকে অকথ্য ভাষায় গালাগালি সহ মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী তরুণী। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হব

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD