মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- দুই দিন নিখোঁজ থাকার পর পাশের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর মিলেছে এক শিশুর মরদেহ। (৮ নভেম্বর) রোববার দুপুরে চর সৈয়দপুর এলাকায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর পরিবারের লোকজন জানায়, গত শুক্রবার সকালে বাসার সামনে খেলছিল রাকিন (৪)। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। নিহত রাকিন ওই এলাকার আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া জালাল মিয়ার ছেলে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেন জানিয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হর বিলাশ ম-ল বলেন, মৃত্যুর কারণ মরদেহ জানতে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের পাননি বলে জানান পুলিশের এই এসআই।
এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কয়েক মাস যাবত বাড়ির পাশের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল। খেলা করতে গিয়ে সেখানে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।