শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

পাগলা বৌবাজার এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসা

সংবাদ নারায়ণগঞ্জঃ- বর্তমান পৃথিবীর ভয়াবহতম বিপদ মাদকদ্রব্য। একটি জাতি গঠনের প্রধান দায়িত্ব তরুণদের। আর মাদকের ছোবলের প্রধান শিকার এখন তরুণরাই। নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা বৌ বাজার এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকের ব্যবহার। প্রতাপের সাথে চালিয়ে যাওয়া এই মাদক  সিন্ডিকেটকে নানা ভাবে ব্যাকআপ দিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও কিছু প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তা। এই ব্যাকআপের জ্বালানী হিসাবে কাজ করতে নেতাদের বাড়তি পাওনা। মাদকের খুচরা বাজার মধ্যম বয়সী কিছু বড় ভাইদের নিয়ন্ত্ণে।

এদিকে সংবাদ নারায়ণগঞ্জের অনুসন্ধানে জানা গেছে, পাগলা বৌবাজার এলাকার  মাদক ব্যবসায়ীদের অনেকে রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় প্রভাবে তারা নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে আসছে। বৌ বাজারের বিভিন্ন এলাকায় এখনও প্রকাশ্যেই বিকিকিনি হয় ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক। মাঝেমধ্যে মাদকসেবী ও খুচরা বিক্রেতারা গ্রেফতার হলেও রাঘববোয়ালরা থাকে ধরাছোঁয়ার বাইরে।  মাদকাসক্ত হয়ে অনেক মেধাবী সন্তানের ভবিষ্যৎ নষ্ট হলেও প্রশাসন নির্বিকার। আর দিন দিন উদ্বেগ বাড়ছে অভিভাবকদের।ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন মাদকের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি মাদকবিরোধী সমাবেশ করেছেন বিভিন্ন এলাকায়। তালিকা তৈরি করে প্রত্যেকের বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। অনেকে আতঙ্কে এলাকা ছেড়েছে। তারা যেন আবার এলাকায় ঢুকে মাদক ব্যবসা করতে না পারে, সে জন্য এলাকাবাসীর কাছ থেকে তাদের ব্যাপারে তথ্য আহ্বান করেছেন পুলিশের এই কর্মকর্তা। কিন্তু এতে কোন লাভ হয়নি বলে মনে করছেন এলাকার সাধারন মানুষ। মাদক ব্যবসায়ীরা আবারো তাদের জায়গা দখল করে নিয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কুতুবপুরের বৌ বাজার এলাকায়  সাম্প্রতিক সময়ে বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে উঠেছে মাদকের সিন্ডিকেট। আর এর সবই হচ্ছে রাজনৈতিক ছত্রচ্ছায়ায়।

পাগলা বৌ বাজার এলাকা ঘুরে দেখা গেছে, মাদকে ছেয়ে গেছে সব এলাকা। মাদক ব্যবসায়ীরা নিজেদের ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে নিশ্চিন্তে ব্যবসা করছেন। স্থানীয় অন্তত ১৫ জন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ন্ত্রণের মূলে রয়েছেন এখানকার প্রভাবশালী এক রাজনীতিকের কাছের লোকেরা। ফলে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে সাহস পায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংবাদ নারায়ণগঞ্জকে বলেন, ‘আমরা মুখ ফুটে কিছু বলতে পারি না, কিছু করতেও পারি না। কারণ, প্রভাবশালী ব্যক্তিদের আছে ভাড়ায় খাটা সন্ত্রাসী।’

স্থানীয় পুলিশ কর্মকর্তা ও এলাকার লোকজন বলছেন, মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করছেন স্থানীয় ক্ষমতাসীন দলের নেতারা।তাদেই লোক জন সারাদিন মাদক ব্যবসা করছে।

এলাকার অনেকে দুঃখ প্রকাশ করে সংবাদ নারায়ণগঞ্জকে  বলেন, বিভিন্ন সভা-সেমিনারে রাজনৈতিক নেতারা মাদকের বিরুদ্ধে শপথ করান। আবার তাঁরা নিজেরাই মাদকের ব্যবসা করেন, মাদক সেবন করেন। পুলিশ এসব দেখেও চুপ থাকে।

তাই এলাকাবাসী যুবকদের মাদকের হাত থেকে বাঁচাতে বৌ বাজার এলাকায় র‌্যাবের হস্তক্ষেপ কামনা করছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD