মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. কায়সার হামিদ বলেছেন, এত সুন্দর খেলার আয়োজন করার জন্য আমি সর্ব প্রথমে মীর হোসেন মিরুকে ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে এ অঞ্চলের মধ্যে আরো বেশী বেশী করে খেলাধূলার আয়োজন করার জন্য মীর হোসেন মিরুকে অনুরোধ জানাই। ছোট থেকেই সবাইকে বড় হতে হয়। খেলার মাধ্যমে ভালো মানের খেলোয়ার হতে হলে খেলাধুলা করতে হবে। তার জাতীয় পর্যায়ে খেলাধূলায় অংশগ্রহনের মাধ্যমে নারায়ণগঞ্জে ভাবমূর্তি উজ্জল করবে। কারন খেলাধূলাই মানুষের মনকে আনন্দ রাখে ।
(২৫ নভেম্বর) বুধবার সন্ধায় পাগলা বৌ বাজার এলাকায় মল্লিকবাড়ির মাঠে রাজিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মিরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি আরো বলেন, আজকে এই তরুণ খেলোয়াড়দের খেলা দেখে মনে হচ্ছে জাতীয় দলের বর্তমানের সেরা খেলোয়াড় জামাল ভূইয়া তাদের কাছে পাত্তা পাবেনা। আজকে তাদের এই খেলা দেখে আমি অত্যান্ত মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আমার বিশ্বাস প্রত্যেকটি এলাকায় এরকম সুন্দর খেলার মাধ্যমে তরুণরা এগিয়ে যাবে তারাই বিশ্বকে দেখিয়ে দেবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান হক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইউনুস বেপারী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বেলায়েত সাহেব, বীর মুক্তিযোদ্ধা মমতাজ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সাহেব, ১৪ পঞ্চায়েতের সভাপতি মোজাফফর সিং, সাবেক ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু ফতুল্লা, থানা ইমারত সাধারণ সম্পাদক খবির উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রশিদ মোল্লা, পাগলা বাজার বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম সিকদার, যুবলীগ নেতা মোক্তার প্রমুখ।
উক্ত খেলায় ইদরান অনলাইন সার্ভিস কে ২- ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রুমেল স্পোটিং ক্লাব। খেলা শেষে ২ দলকেই প্রধান অতিথি ও আমন্ত্রিতদের অতিথিদের হাত থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।