বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

বাংলাদেশকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা-পলাশ

সংবাদ নারায়ণগঞ্জঃ- জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বলেছেন, বাংলাদেশকে মেধাশূন্য করতেই ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের আগ মুহূর্তে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বাংলাদেশ যেনো পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য পাকিস্থানিরা চিহ্নিত করে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের আদর্শের পথ ধরে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করবো।

(১৪ ডিসেম্বর) সোমবার বিকেলে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শ্রমিকলীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও  শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলাশ বলেন, আমরা যারা মুসলমান তারা জানি যে আমাদের ধর্ম পালন করতে হবে। কিন্তু ধর্ম পালন করার নামে কতিপয় লোক পাকিস্তানিদের যে এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন করার জন্য নতুনভাবে নেমেছে তারা। এখন হত্যার পথ না নিয়ে চিরতরে জাতীকে পঙ্গু করে দিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অপচেষ্টাকারীদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। স্বাধীন বাংলাদেশ প্রতিটি স্পন্দনে আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাই। আমাদের অস্তিত্বের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এক এবং অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুকে অবমাননা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অবমাননার সমার্থক। কিন্তু সম্প্রতি আমরা গভীর ভাবে লক্ষ্য করছি যে, একটি স্বার্থবিরোধী সাম্প্রদায়িক মৌলবাদ ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা ভাস্কর্যের অবমাননা করার অপচেষ্টা করছে।

জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মে্ন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো: শাহাদাৎ হোসেন সেন্টু, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহসভাপতি  আলহাজ্ব মো: আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি  আলহাজ্ব মো: হুমায়ুন কবীর, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রাহাত,ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, ,ফতুল্লা থানা মজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সালাউদ্দিন, ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ফারুক আকন, আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সম্পাদক মো: জজ মিয়া প্রমুখ।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মে্ন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, , জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার কোষাধ্যক্ষ মো: রুহুল আমিন প্রধান,  সদর উপজেলা  ইট ভাংগা মেশিনারিজ মালিক সমিতির সভাপতি এম এ রাকিব, বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  মো: আনিস মাষ্টার, সহসভাপতি মো: হারুন মোল্লা, মনির মাষ্টার,নারায়ণগঞ্জ সদর উপজেলা দেশীয় শাড়ি ব্লক কারখানা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হিরন শেখ, সহসভাপতি মো: সারোয়ার হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা  শেষে একটি বিশাল র‍্যালী আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের নেতৃত্বে চাষাড়া বি বি রোড থেকে শুরু করে নিতাইগঞ্জ মন্ডলপাড়া প্রদক্ষিণ করে পুনরায় চাষাড়া বিজয় স্তম্ভের সামনে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD