শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন মোল্লা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দূরে রাখে। খেলাধুলার মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে। তাই আমি সকলকে খেলাধুলার প্রতি মনোযোগ হওয়ার আহ্বান জানাচ্ছি।
(৮ ডিসেম্বর) শুক্রবার বিকেলে নন্দলালপুর মোল্লা বাড়ির পাশের বালুর মাঠে নন্দলালপুর ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত ফাইনাল খেলার পুরস্কার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পৃথিবীতে অনেক লোক খেলাধুলা করে বিখ্যাত হয়েছে। তোমরাও খেলাধুলার মাধ্যমে বিশ্ব বিখ্যাত হয়ে দেশের মান উজ্জ্বল করো।
এসময় সালাউদ্দিন খোকা মোল্লা তার মায়ের মায়ের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোরশেদ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মোঃ জামাল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।