শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অসহায় পরিবারের বসত বাড়ি জোর পূর্বক দখলের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত (৭ ডিসেম্বর ২০২০) বিকাল ৩ টার দিকে রুপগঞ্জের গোলাকান্দাইল খালপাড় এলাকায় ঘটেছে এ ঘটনা।
জানাযায়, অসহায় নিরিহ পরিবারটির বসত বাড়ির ভিটেটাই সম্বল। আর এই জমি জোর পূর্বক দখলে নিতে সংঘবদ্ধ একটি উঠে পড়ে লেগেছে। সংঘবদ্ধ চক্রের সদস্যরা হলেন, গোলাকান্দাইল (টুইংকেল ইকো রিসোর্ট পার্ক) এর মালিকের সন্ত্রাসী বাহিনীর মোঃ টিটু মিয়া(৪৫), মোঃ মন্টু(৪৮), মোঃ আব্দুর রহমান(৪৫)। এ ঘটনায় (৮ ডিসেম্বর ২০২০) মিনারা রুপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন জায়েরী নং(৪৩৪) ।
এ ঘটনায় মিনারা জানান, আমাদের এ বসত বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি । আমাদের এ বসত বাড়ির আর,এস পর্চায় রেকডীয় বৈধ মালিক আমরা। গত (৬ ডিসেম্বর ২০২০) আমার স্বামী মিজানুর রহমান (সবুজকে)রুপগঞ্জ থানার মাদক মামলায় র্যা ব ১১র’ একটি টিম বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।
এর পর থেকে (টুইংকেল ইকো রিসোর্ট পার্ক) এর মালিকের সন্ত্রাসী বাহিনীরা আমার বাড়ি দখল নিতে আসে।এবং আমাদের বাড়ির বাড়াটিয়াদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি প্রধান করে।এবং আমাদেরকে বাড়ি থেকে চলে না গেলে বড় ধরনের ক্ষতি করবে বলে জানায়।বর্তমানে সন্ত্রাসীদের হুমকিতে ছেলে মেয়েদের নিয়ে মানবতার দিন যাপন করছে। তাই এই বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।এ ঘটনার সর্ম্পকে জানতে তাদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই বিবেক আনন্দ বলেন, এ ধরনের একটি ঘটনার ব্যাপারে মিনারা একটি সাধারন ডায়েরী করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।