শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুতুবপুরের সিসিলি কমিউনিটি সেন্টারে (২৫ জানুয়ারী) মঙ্গলবার সন্ধায় শুরু হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে ১৩টি দলে অংশগ্রহণ করছেন।
কুতুবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক রফিকুল আজিজ হুমায়ূন আয়োজনে ব্যাডমিন্টন কোর্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন মোল্লা, ।
খেলায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য-সচিব দেলোয়ার হোসেন, আব্দুর রহমান মোল্লা, মুজিবুর রহমান সরদার সহ আরো অনেকে।