বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় অবৈধভাবে অলি হাজীর মালিকানাধীন আবদুল্লাহ ব্রিকস দুটি ইটভাটায় অভিযান চালিয়ে গত ৯ ফেব্রুয়ারী ইটভাটা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু ২দিনের মধ্যেই এই ভাটা আবার চালু করেছেন মালিক। সংবাদ নারায়ণগঞ্জের প্রতিবেদক সরেজমিন ঘুরে এর সত্যতা পেয়েছেন।
এসব ভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। এর কোনোটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।
এলাকাবাসীরা বলেন, ইটের ভাটা এসব মালিকেরা আইন অমান্য করে অবৈধভাবে ইট পোড়াচ্ছেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কয়েক লাখ টাকা জরিমানা দিয়েই তাঁরা পার পেয়ে যাচ্ছেন। বন্ধ করে দেওয়া ভাটা আবার চালু করছেন।
সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বায়ুদূষণ রোধে অবৈধভাবে পরিচালিত ওই ভাটাগুলোয় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। সে সময় আবদুল্লাহ ব্রিকস দুটি ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। ইট পোড়ানো বন্ধ করতে আগুন নিভিয়ে ভাটাগুলোর স্থাপনার আংশিক ভেঙে দেওয়া হয়।
কিন্তু গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে ভাটাতেই ইট পোড়াতে দেখা যায়। দেখে মনে হয়নি এসব ভাটা বন্ধে কয়েক দিন আগে অভিযান চালানো হয়েছে।
সচেতন মহল বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বায়ুদূষণ রোধে কোনো ভূমিকা রাখছে না। অভিযানের পরপরই ভাটার মালিকেরা ইট পুড়িয়ে আগের মতোই দূষণ করে চলেছেন।
অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জরিমানা করে ও আংশিক ভেঙে কোনো সুফল পাওয়া যাবে না। অবৈধ ভাটা বন্ধ করতে হলে চুল্লি, চিমনি ও অন্যান্য স্থাপনা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভাটার মালিককে আইনের আওতায় নিতে হবে। ভাটাগুলো তদারক করতে হবে। তবেই অভিযানের সুফল আসবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার(৯ ফেব্রুয়ারী) দুপুর ০১:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব সানজিদা আক্তার ও জনাব মানজুরা মোশারফ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ, পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সমন্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়।
মোবাইল কোর্টে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কারো বক্তব্য পাওয়া জায়নি।