শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- কুতুবপুরে পূর্ব শত্রুতার জের ধরে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগের যুবলীগ নেতা শ্যামলকে কুপিয়ে জখম করেছে সেন্টু বিএনপির সন্ত্রাসী অনিক ও তার সহযোগীরা।
(১৭ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে কুতুবপুর ইউনিয়ন আমতলা এলাকায় তার ব্যবসা প্রতিষ্টানে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে উদ্ধার করে তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় শ্যামলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন শ্যামল। এ নিয়ে কিছুদিন যাবত একই এলাকার বিএনপির অনিকের সাথে দন্ধ চলছিল। এরি জের ধরেই আজ সকালে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায় অনিক। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ইউপি চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী জানান, নির্বাচনি শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামী শ্যামলকে সন্ত্রাসী অনিক হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলাও রয়েছে। এদিকে বর্তমান চেয়ারম্যানের মনিরুল আলম সেন্টুর সেল্টারে অপকর্ম করছে অনিক।
এ বিষয়ে ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ইউপি চেয়ারম্যানের প্রার্থী ওপর হামলার খবর শুনেই আমারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। যারা তার ওপর হামলা চালিয়েছে তাদেরকে ধরতে আমরা অভিযান শুরু করেছি । এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।