রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি পাগলা বাজার ব্যবসায়ীর সকল সদস্য ও দোকান মালিকদের নিয়ে চাঁদপুর মোহনা এ বনভোজন অনুষ্ঠিত হয়।
এ বনভোজন র্যাফেল ড্র ব্যবস্থাও রাখা হয়। ১৬০০ জনের মধ্যে ৩ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে প্রথম পুরস্কার মোটরসাইকেল পেয়েছেন হোয়াইট হাউস তার লটারি নাম্বার ১৩৮৩। দ্বিতীয় পুরস্কার ফ্রিজ পেয়েছেন শরীফ মোঃ আক্তার হোসেন তার লটারি নাম্বার ০০ ৮২, ও তৃতীয় পুরস্কার এলইডি টিভি পেয়েছেন মোঃ রব বেপারী।
(২৪ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৫ টায় পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে র্যাফেল ড্র-তে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় । এ পুরস্কার বিতরণ করেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির উপদেষ্টা কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী।
এসময় উপস্থিত ছিলেন অত্র সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ন সম্পাদক মোঃ মাহবুব আলম সিকদার, কোষাধক্ষ্য মোহাম্মদ জাহিদ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন খন্দকার, তথ্য ও প্রচার সম্পাদক মো শাহজাহান, দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ আলম, কার্যকরী সদস্য মোঃ মুক্তার হোসেন, মোঃ কামাল হোসেন, মোহাম্মদ সিকদার।