মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার নিহত ট্রাক চালক ইয়াকুবের লাশ উদ্ধারের ৫৮ দিন পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে প্রেরণ করলে ৩ জনেরই ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
(২ মার্চ) মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার হাজী শফিউল্লার ভাড়াটিয়া মৃত ওসমান গনির পুত্র হোসেন সর্দার (৫০), আলীগঞ্জ পূর্বপাড়া মসজিদ গলির মৃত রশিদ মিয়ার পুত্র মনির হোসেন(৪০) ও দাপা ইদ্রাকপুরের মৃত জসিম মিয়ার পুত্র বিলাল(৪০)।
২০২০ সালের ২৯ ডিসেম্বর ফতুল্লা থেকে নিখোঁজ হয় ট্রাকচালক ইয়াকুব। নিখোঁজের পরদিন ট্রাক চালক ইয়াকুবের চাচা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি সাধারন ডায়েরি করেন। নিখোঁজের পাঁচ দিন পর ২রা জানুয়ারি রাতে ফতুল্লার আলীগঞ্জের আলীর ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থান থেকে ট্রাক চালক ইয়াকুবের রক্তাক্ত লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। সে সময় অপমৃত্যু মামলা নেয় পুলিশ।
এরপর রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানা পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে দাপা ও আলীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করে। সোমবার (১ মার্চ) সকালে নিহতের স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ ১১ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।