মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে র্যাব-১১ এর অভিযানে ১ কোটি ২০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় ৫ জন কে হাতে নাতে গ্রেফতার করে র্যাব।
বুধবার ( ৩ মার্চ ) মুন্সিগঞ্জ সদর থানাধীন মুক্তারপুর পঞ্চসার সাওবান ফাইবার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড কারখানায় ৪ ঘন্টা ব্যাপি অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়। ধারনা করা হয়েছে জব্দকৃত কারেন্ট জালের বাজার মূল্য প্রায় ৩৬ কোটি টাকা।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ আবুল কাশেম (৩০), মোঃ আলম (২০), মোঃ বেলাল (৩২), মোঃ শফিকুল ইসলাম (১৯) ও মোঃ আতাউর (৪৮)।র্যাবের ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পলাশ কুমার বসু উক্ত অপরাধ আমলে নিয়ে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ এর (ক)(১) এবং ৫ এর (২)(খ) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ কারেন্ট জাল নদীর পাড়ে উন্মুক্ত স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়।
র্যাব জানায়, দেশীয় উৎপাদিত কারেন্ট জাল কারখানা সিংহভাগ মুন্সিগঞ্জের মুক্তারপুরে অবস্থিত। কারেন্ট জাল উৎপাদন ও বিপণন নিষিদ্ধ হলেও বর্ষা মৌসুমকে সামনে রেখে মুন্সিগঞ্জের শিল্পনগরী পঞ্চসার এলাকার বিভিন্ন ফ্যাক্টরীতে দিনরাত ব্যাপকভাবে তৈরী হচ্ছে কারেন্ট জাল। পঞ্চসার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কারেন্ট জাল উৎপাদন ও বিপণন করে আসছে বলে গোপন সূত্রে জানা যায়। নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদন ও বিপণনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদেরকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আদমজিনগর র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।