বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, প্রধানমন্ত্রী এই ভাবে আমাদের পাশে সব সময় থাকুক, সকল ধরণের ঝড় ঝাপটা, ষড়যন্ত্র অতিক্রম করে ওনি আমাদের মাঝে থাকুক, বাংলাদেশকে নেতৃত্ব দিক। আমাদের অর্থনীতির মুক্তির জন্য তিনি চেষ্টা করছেন। আমাদের স্বাধীনতার স্বাধীকার স্বাধ দিয়েছেন বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান। আজ ঐতিহাসিক ৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো কী না জানি না।
রোববার (৭ মার্চ) সকালে নগরীর শেখ রাসেল পার্কে ২ দিন ব্যাপি নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে নারী উদ্যোক্তাদের উদেশ্য করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারী স্বাধীনতা মানে এই না আমি যা খুশি তাই করবো। নারী স্বাধীনতা মানে আমি আমার অধিকার বুঝে নিবো। আমি আমার বাবার হাত ধরে ভাইয়ের হাত ধরে, সন্তানের হাত ধরে এগিয়ে যাবো। এই সমাজের পুরুষদের দৃষ্টি ভঙ্গি পাল্টাতে হবে। পুরুষরা যখনিই তাদের দৃষ্টি পাল্টাতে পারবে, তখনই নারীরা সমান তালে এগিয়ে যেতে পারবে।
মেয়র আরো বলেন, নারীদের উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জবাসি পক্ষ থেকে ৮মার্চের নারী দিবসের অভিন্দন জানিয়ে একটি বার্তা দিতে চাই। ওনার (প্রধানমন্ত্রীর) যে কর্মকান্ড, তিনি যে ভাবে প্রান্তিক পর্যায় জনগোষ্ঠি থেকে নারাীদের এগিয়ে নিয়ে আসছেন, আত্মশক্তিতে বলিয়ান করছেন, বিভিন্ন জায়গায় নারীদের অবস্থান করে দিচ্ছেন সেজন্য নারীদের পক্ষ থেকে অভিন্দন জানাই।