শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

থানার ওসি’দের সাথে দেখা করার সময় বেঁধে দেয়ার দাবী ভূক্তভোগীদের

সংবাদ নারায়ণগঞ্জঃ- থানা গুলোতে আইনী সহযোগিতা নিতে আসেন ভূক্তভোগীরা। এসেই সময়ের বিড়ম্বনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাদের দাবী প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জদের থানায় নিয়মিত বসতে সময় নির্ধারণ করে দেয়া উচিত। কেননা এতে করে ঘন্টার পর তাদের কে থানার অভ্যন্তরে বসে থাকতে হবেনা।

একটি সুত্র হতে জানা যায়, প্রতিদিন থানায় বিপুল সংখ্যক মানুষ জিডি,অভিযোগ ও মামলা সংক্রান্ত কাজে এসে থাকেন। ডিউটি অফিসার,অফিসার ইনচার্জ (তদন্ত),অফিসার ইনচার্জ (অপারেশন) পক্ষে সব অভিযোগ, জিডি বা মামলা গ্রহন করা সম্ভব হয়না। এর জন্য অফিসার ইনচার্জের অনুমোদন প্রয়োজন হয়। দেখা যায়,অফিসার ইনচার্জ রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যস্ত থাকেন। ফলে থানায় আগত দর্শনার্থীদের কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়।

ফতুল্লার তক্কারমাঠ হতে আগত ব্যবসায়ী সোহেল আহম্মেদ বলেন,আমি ওসির সাথে দেখা করার জন্য সন্ধ্যা ৭ টায় এসেছি। এখন রাত সাড়ে ১০ টা বাজে কখন আসবেন তাও জানিনা। কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাব। এ সময়ের মধ্যে চলে আসলে দেখা হবে নইলে কাল আসতে হবে।

সোহেল আহম্মেদ এর মতো অনেকেই একই কথা জানালেন।

যদি অফিসার ইনচার্জের সকাল,বিকাল ও রাতের বেলা সময় বেঁধে দেয়া হয় তাহলে থানায় আগতদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবেনা।থানার কাজে আসবে গতিশীলতা। এ বিষয়টি নিয়ে ভেবে দেখতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী মহল।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD