শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লা মডেল থানা পুলিশকে কোপানোর পর এবার পুলিশকে তথ্য প্রদানকারী সোহাগ কে কুপিয়ে রক্তাক্ত জখম করলো মাদক ব্যবসায়ীরা।
(১৫ ফেব্রুয়ারী) সোমবার রাত সাড়ে ৮ টায় ফতুল্লা রেলষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে । মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে বাম হাতে কজ্বি গুরুত্ব জখম হয়। আহত সোহাগ বতমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছে।
সোহাগের ভাই জয়নুদ্দিন জানান, কিছু দিন পূর্বে আমার ভাই পুলিশকে তথ্য দিয়ে ফতুল্লার মাদক সম্রাট মোল্লা রাসেলকে ধরিয়ে দেয়। পরে জামিনে বের হয়ে আসে গতকাল আমার ভাই ফতুল্লা রেলষ্টেশন এলাকায় গেলে এতে ক্ষিপ্ত হয়ে মোল্লা রাসেল তার ছেলে মুন্না আরো ৪/৫জন ধারালো অস্ত্র নিয়ে হত্যার জন্য সোহাগের উপর হামলা করে । সোহাগ হাত দিয়ে ফেরানো সময় বাম হাতের কজ্বি বেশী অংশ কেটে যায়। বতমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছে।
সূত্রে জানাযায়, প্রায় ২ বছর পূবে ফতুল্লা মডেল থানার এস আই কামরুল হাসান মোল্লা রাসেলকে গ্রেফতার করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। এসময় দুই জন গুরুতর জখম হয়। পরে চারটি দেশীয় আস্ত্রসহ মোল্লা রাসেল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। মোল্লা রাসেলের বিরুদ্ধে মোট ১৫ টি মামলা রয়েছে।
এছাড়াও তিন বছর পূর্বে ফতুল্লা রেলষ্টেশন এলাকায় পুলিশকে তথ্য দিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার সহায়তা করার জের ধরে লম্বু সোহাগকে কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ীরা।
একই কারনে গত কয়েক মাস পূর্বে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে জখম করে মামুন নামক অপর এক যুবককে।