শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীরউদ্যোগে সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য আনন্দ র্যালী করা হয়েছে।
(১৭ মার্চ) বুধবার দুপুর ৩টায় ফতুল্লা থানার প্রাঙ্গণ থেকে তার নেতাকমীদের নিয়ে একযোগে আনন্দ র্যালী বের করেন তিনি। এ আনন্দ র্যালী ফতুল্লা থানা আওয়ামী লীগের আনন্দ র্যালীতে যোগ দেয়।
আনন্দ র্যালীর আগে মীর সোহেল আলী বলেন, আজকের এই নারায়ণগঞ্জ, এই যে বাংলাদেশ, এ মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বার বার যে সংগঠন রক্ত দিয়ে, জীবন দিয়ে, আন্দোলন করে, সেই সংগঠনটার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আজ জাতির পিতা, আমাদের হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলকে অনুরোধ করবো, আমাদের যুদ্ধ বঙ্গবন্ধুর আদর্শ রক্ষা করে মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা। আমাদের প্রধানমন্ত্রী দিন নাই রাত নাই, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করবো ইন শা আল্লাহ।
দপ্তর