শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেয়ার তাগিদ দিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, শিক্ষা ছাড়া দক্ষ শ্রমিক হওয়া কোনোভাবেই সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশ গঠনে যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি হওয়ায় সরকার সারাদেশের জেলা-উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে। তাই যুব সমাজকে কারিগরি শিক্ষা অর্জন করে দক্ষ হতে হবে।
(২০ মার্চ) শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর এইচ পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পুর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেছেন।
দেশে শিল্প কলেজ প্রতিষ্ঠা করার ব্যাপারে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, মহামারি এ করোনায় অর্থনীতিতে হিমশিম খেয়েছে সারা বিশ্ব। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এ সময় মেগা প্রকল্প, মেট্রোরেল ও গভীর সমুদ্র বন্দরসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সিআইপি মর্যাদার ব্যবসায়ী বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবু, সোনারগাঁও আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।